পোস্ট অফিসের আকর্ষণীয় এই স্কিমে ১০ হাজার টাকা পাবেন ১৬ লক্ষ টাকা!

রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট চাইলে পোস্ট অফিস হচ্ছে আপনার জন্য সেরা অপশন । পোস্ট অফিসের একাধিক আকর্ষণীয় স্কিম রয়েছে যেখানে মোটা টাকা রিটার্ন পাওয়ার সুযোগ রয়েছে । পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমে কম টাকা ইনভেস্ট করে মোটা টাকা আয় করার দুর্দান্ত সুযোগ রয়েছে ।
কী এই পোস্ট অফিসের আরডি স্কিম ?
খুবই সামান্য টাকা দিয়ে এই স্কিমে ইনভেস্ট করা শুরু করতে পারবেন । এখানে আপনার টাকা পুরোপুরি সুরক্ষিত থাকবে । মাসে মাত্র ১০০ টাকা দিয়ে এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন । অধিকতম ইনভেস্ট করার কোনও লিমিট নেই । পোস্ট অফিসের আরডি ডিপোজিট অ্যাকাউন্ট ভাল সুদ দিয়ে থাকে ।
দেখে নিন কত টাকা সুদ মিলবে ?
পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্ট ৫ বছরের জন্য হয় । এর চেয়ে কম সময়ের জন্য এই অ্যাকাউন্ট খোলা যায় না । প্রত্যেক ত্রৈমাসিকে জমা টাকার উপরে সুদের ক্যালকুলেশন করা হয় এবং অ্যাকাউন্টের কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে যোগ করে দেওয়া হয় । ইন্ডিয়া পোস্ট অফিসের ওয়েবসাইট অনুযায়ী, আরডি স্কিমে বর্তমানে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে । কেন্দ্র সরকার প্রত্যেক ত্রৈমাসিকে সমস্ত স্মল সেভিং স্কিমের (small saving schemes) সুদের হার ঘোষণা করে থাকে ।
১০ হাজার টাকা ইনভেস্ট করে পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকা
প্রতি মাসে পোস্ট অফিসের আরডি স্কিমে ১০ বছরের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকার ইনভেস্ট করলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৬,২৬,৪৭৬ টাকা ।
আরডি অ্যাকাউন্টের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য
আরডি-র কিস্তির টাকা সময়ে জমা দিতে না পারলে জরিমানা দিতে হবে । কিস্তির টাকা জমা দিতে দেরি হলে প্রতি মাসে ১ শতাংশ জরিমানা দিতে হবে । এর পাশাপাশি লাগাতার ৪টি কিস্তির টাকা জমা দিতে না পারলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে । তবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও আগামী দু'মাসের মধ্যে ফের অ্যাক্টিভেট করা যেতে পারে ।