পুজোর আগে কম খরচে বাড়ি সাজান এই গাছ গুলি দিয়ে

পুজোর আগে কম খরচে বাড়ি সাজান এই গাছ গুলি দিয়ে

আজ বাংলা  পুজোর আগে কেউ কেউ যেমন নিজেদের সাজিয়ে তুলতে পছন্দ করেন। কেউ কেউ আবার বাড়ি সাজাতেও পছন্দ করে থাকেন। কম খরচে পুজোর আগে মনের মত করে সাজিয়ে ফেলুন আপনার বাড়ি। এমনিতেই মনে করা হয় সবুজ রং চোখের পক্ষে খুব ভালো। ঘরের কোনায় সাজিয়ে রাখুন কয়েকটি ইন্ডোর প্লান্ট। ঘরের পরিবেশ ও মন দুই ভাল এটি খুব কার্যকরী ।

সাধারণত বেশিরভাগ ইন্ডোর প্লান্টের দাম খুব বেশি হয় । তবুও এই গাছগুলি যেন ঘরের শোভা আরো দ্বিগুন বাড়িয়ে দেয়। তাছাড়া গবেষকদের মতে, ঘরের মধ্যে গাছ থাকলে তা মানসিক চাপ কমাতে সাহায্য করে।তাই পকেটের কথা ভেবে কম দামের অথচ সুন্দর গাছ দিয়ে সাজিয়ে ফেলুন বাড়ি। শুধু প্রতিদিন কিছু সময় দিয়ে পরিষ্কার করলেই গাছগুলি সুন্দর রাখা যায়।

মাদার ইন ল টাঙ্- এই গাছটির নাম খুব মজাদার মাদার ইন ল টাঙ। বর্তমানে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই এই গাছ ব্যবহার করে। লম্বা লম্বা পাতার এই গাছ ঘরের কোনও সরু জায়গাতে রাখলেই ঘরের শোভা বৃদ্ধি করে।

ডাম্ব কেইন -কচু পাতার মতো সবুজ পাতা আর তার গায়ে চিতা বাঘের সাদা সাদা ছোপ তাই ইংরেজিতে এর নাম ‘লিএওপার্ড লিলি’। আরেকটি ইংরেজি নাম আছে, ‘ডাম্ব কেইন’ (Dumb Cane) একটি পরিচিত গাছ। আদি নিবাস দক্ষিণ আমেরিকা। গাছটির বাহারি সবুজ সাদা মোজাইক পাতা এবং আকর্ষণীয় গঠন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে।

এরিকা পাম- এই গাছের দামও খুব কম। এই গাছের পাতা দেখতে একদম সুপুরি গাছের মত। এই গাছ প্রচুর পরিমানে অক্সিজেন সরবরাহ করে। এই গাছের যত্ন করাও খুব সহজ।

পিস লিলি-লম্বাটে, চকচকে এই পাতার গাছটি আদতে দক্ষিণ আমেরিকার বৃষ্টি অরণ্যের বাসিন্দা হলেও এর কদর বিশ্ব জুড়েই। গাঢ় সবুজ পাতার সঙ্গে দুধসাদা ফুলের বৈপরীত্যে গাছটি দৃষ্টিনন্দন। ফুল তাজা থাকে ২-৩ সপ্তাহ। সাদা ফুলের জন্যই এ গাছের অন্য নাম পিস লিলি। এই গাছ ঘরের ভিতরে রাখলে বিশুদ্ধ থাকে বাতাসও।

অ্যালোভেরা গাছ- খুব কম দামেই নার্সারি থেকে এই গাছের চাড়া পেয়ে যাবেন। অ্যালোভেরায় রয়েছে প্রচুর গুণ। যে কোনও ধরণের ত্বকের জন্য খুবই উপকারী এই গাছ। এই গাছ