হাওড়ায় ভিনরাজ্যের তিন কংগ্রেস বিধায়ক গাড়ি থেকে উদ্ধার লক্ষ-লক্ষ টাকা

হাওড়ায় ভিনরাজ্যের তিন কংগ্রেস বিধায়ক গাড়ি থেকে উদ্ধার লক্ষ-লক্ষ টাকা

কলকাতার পর হাওড়া। ফের উদ্ধার প্রচুর নগদ। এবার পুলিশের জালে ভিন রাজ্যের তিন কংগ্রেস বিধায়ক। কার টাকা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়।  পুলিশ সূত্রে খবর, হাওড়া পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। কলকাতা থেকে জামতাড়াগামী একটি কালো গাড়িতে বিপুল নগদ পাচার হচ্ছে।

সেই সূত্রে খবরেই ৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পাঁচলার রানিহাটি মোড়ের কাছে তল্লাশি চালায় পাঁচলা এবং সাঁকরাইল থানার পুলিশ।একটি কালো গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়কগাছ। গাড়ি থেকে উদ্ধার হয় নোট ভরতি দু’টি কালো ব্যাগ।

সেই গাড়িতে ছিলেন ঝাড়খন্ডের তিন কংগ্রেস বিধায়ক- রাজেশ কচ্ছপ, নমন বিকসাল এবং ইরফান আনসারি। পুলিশ সূত্রে খবর, চালক-সহ মোট ৫ জন ছিলেন গাড়িতে।

এত নগদ কোথায়, কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, তার স্বপক্ষে কোনও নথি দেখাতে পারেননি তাঁরা। এরপরই তিন কংগ্রেস বিধায়ককে আটক করা হয়। আপাতত পাঁচলা থানায় নিয়ে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কত টাকা রয়েছে তাঁদের কাছে তা জানতে নোট গোনার মেশিন আনা হচ্ছে বলে সূত্রের খবর।