বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদে নবদ্বীপে পথে নামল একাধিক মঠ , মন্দিরের সাধু ,সন্তরা

বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে পথে নবদ্বীপে পথে নামল একাধিক মঠ , মন্দিরের সাধু ,সন্তরা।গতকাল ২২.১০.২০২১ তাং বিকাল-৪-৩০এ নবদ্বীপ সন্ত সমাজ এর উদ্যোগে হিন্দু জন জাগরণ যাত্রা নামক এক কর্মসূচী গ্রহণ করে।এদিন শহরের ,
নবদ্বীপ রাধা বাজার পার্ক থেকে শুরু হয় এই কর্মসূচী।পরে মিউনিসিপ্যালিটি মোড় হয়ে প্রাচীন মায়াপুর নিমাইয়ের জন্ম স্থান মন্দির পর্যন্ত পথ পরিক্রমা করে।তারা জানায় বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর ক্রমাগত মানবাধিকার লংঘনের ঘটনায় অত্যাচারিত হতে হচ্ছে,
পাশাপাশি বিভিন্ন মঠ মন্দিরের ভাংচুর চলছে, সাধু সন্তদের ওপর অত্যাচারের প্রতিবাদে তাদের এই কর্মসূচী।এদিনের কর্মসূচীতে ভারত সেবাশ্রম সংঘ, মায়াপুর ইসকন, ওঙ্কার নাথ মিশন ও বিশ্ব হিন্দু পরিষদে র প্রতিনিধি গণ সহ সারা নবদ্বীপের সমস্ত মঠ , মন্দিরের সাধু ,সন্ত সহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেয় ।