
আজবাংলা ,দার্জিলিং: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত রানীগঞ্জ পানীশালি গ্রামপঞ্চায়েতের বাতাসীর দূর্গাবাড়ী এলাকার বাসিন্দা দীপঙ্কর দাস(৪৫) বাজার করে বাড়ী ফেরার পথে পিছন থেকে একটি ছয় চাকার লরি এসে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ক্ষোভ ছড়াতে শুরু করে। এরপর উত্তেজিত জনতা ঘাতক লড়িটিতে ভাঙ্গচুর চালায় ও আগুন ধরানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে সরিয়ে মৃতদেহ উদ্ধার করে। তবে ৩১সি জাতীয় সড়কের বাতাসীর এই এলাকায় কোন ট্রাফিক ব্যবস্থা না থাকার জন্য দিন দিন বেড়েই চলেছে দুঘটনা। ট্রাফিক ব্যবস্থার দাবীতে স্থানীয়রা সরব হলে পুলিশের সাথে শুরু হয় বচসা। এরফলে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে যায়। ফের জনতা উত্তেজিত হয়ে একটি পুলিশের গাড়ী, তিনটি বাস ও একটি লরি ভাঙ্গচুর করে। পরিস্থিতি সামাল দিতে নকশালবাড়ী, খড়িবাড়ী ও বিধাননগর থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আশা হয়। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে।