
আজবাংলা দার্জিলিং: বিবাদ ভুলে বৈঠকে বসলেন সিকিম ও বাংলা। দুই রাজ্যর মুখ্যমন্ত্রী শুক্রবার উত্তরকন্যায় বৈঠকে বসলেন। দীর্ঘ সময় ধরে বৈঠকের পর একযোগে সাংবাদিক বৈঠকে বসেন দুই মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে এরাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অতীত এখন আরও অতীত। অতীত ভুলে একযোগে এগোতে চাই আমরা। একসাথে বসে আলোচনা করে আমরা সমস্যা মিটিয়ে নেব। তিনি আরও বলেন, দার্জিলিং নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা মিটে গেছে। একসাথে মিলে কাজ করতে হবে। দুই রাজ্যের পর্যটন সহ সমস্ত কিছু এগিয়ে নিয়ে যেতে হবে বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। একই কথা বলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমি সিকিমে যাব। সিকিমের মুখ্যমন্ত্রী আমন্ত্রন জানিয়েছে। আমিও সিকিমের মুখ্যমন্ত্রীকে দার্জিলিং সহ বাংলা ঘোরার আহ্বান জানাচ্ছি। মুখ্যমন্ত্রী সিকিম বাংলা রেল ব্যবস্থা নিয়ে বলেন এ বিষয়ে তেমন কিছু বলতে পারছি না। তবে এটা বলতে পারি কাজটা দ্রুত শেষ হওয়া উচিৎ। এতে দুই রাজ্যর পর্যটকদের সুবিধে হবে। এরপরেই বলেন সিকিম বাংলা প্রতিবেশী রাজ্য। একজন ভালো থাকলে আরেকজন ভালো থাকবে।