একরত্তি শিশুর হার্টে ফুটো, চিকিৎসার বিপুল খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সোনু সুদ

আজবাংলা রুপালি পর্দার খলনায়ক তবে তিনি বাস্তবের নায়ক! বুঝেই গিয়েছেন আমরা কার কথা বলছি | হ্যাঁ অভিনেতা সোনু সুদের সম্বন্ধেই আমরা কথা বলছি | গত বছর দেশে লকডাউন শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সোনু সুদ | নিঃস্বার্থভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন তিনি | হাজার হাজার শ্রমিককে নিজের চেষ্টায় বাড়ি ফিরিয়ে দিয়েছেন এই অভিনেতা |
এখানেই শেষ নয়! দেশের যে-কোনও প্রান্তে যখনই কেউ বিপদে পড়েছেন, সোনুকে একবার জানালেই হল... সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সকলের হিরো | সোনার সাহায্যে অনেকে নতুন করে নিজেদের জীবন শুরু করতে পেরেছেন | ছোট থেকে বড় সকলের পাশে গিয়ে দাঁড়িয়েছেন সোনু সুদ |
তিনি আরও একবার প্রমান করে দিলেন আজ নিস্বার্থভাবে ভাবে তিনি সকলের পাশে আছেন | এবার ১ বছরের ছোট্ট আহমেদ-কে নতুন এক জীবন দিলেন সোনু সুদ |
ছোট্ট আহমেদ-এর ফুসফুসে রয়েছে একটা ফুটো | তাঁর চিকিৎসার খরচ বিপুল! কোথা থেকে আসবে এত টাকা? দিশেহারা হয়ে পড়েছিলেন ওই একরত্তির বাবা-মা! সেই সময় তাদের পাশে ভগবানের রূপ নিয়ে এসে দাঁড়ালেন সোনু | বাড়িয়ে দিলেন সাহায্যের হাত | তারপরই শুরু হল আহমেদের হার্টের চিকিৎসা | জানা গিয়েছে, অসুস্থ শিশুর চিকিৎসার সমস্ত খরচ বহন করছেন সোদু সুদ নিজে |
এই প্রথম নয়! এর আগেও একটি ১ বছরের মেয়ের হার্ট অপারেশনের জন্য আর্থিক সাহায্য করেছিলেন সোনু সুদ | বর্তমানে গোটা দেশের মানুষ তাঁকে ভগবানের চোখে দেখে | বিহারে বানানো হয়েছে সোনুর বিশাল মূর্তি | পাশাপাশি তেলেঙ্গানার সিড্ডিপেট জেলার দুব্বা টান্ডা গ্রামে অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি হয়েছে মন্দির, স্থাপিত হয়েছে সোনুর মূর্তি |