পশ্চিম মেদিনীপুরে জোড়া সাপের লড়াই -এ আতঙ্কের ছায়া এলাকায়

পশ্চিম মেদিনীপুরে  জোড়া সাপের লড়াই -এ  আতঙ্কের ছায়া  এলাকায়

হঠাৎ দিনে দুপুরে বাড়ির মধ্যে থেকে ফোঁস ফোঁসানির শব্দ। শুনে ছুটে গিয়ে বাড়ির গৃহকর্তা যা দেখলেন দেখেই চক্ষু চড়কগাছ মুহূর্তে (Viral News)। শোবার ঘরের বিছানার উপর ঘরের চালে দু দুটি বিষধর সাপে চলছে হাড়হিম করা লড়াই। দেখে যেন মনে হয়, এ লড়াই এলাকা দখলের লড়াই। এমনটাই বললেন প্রত্যক্ষদর্শী গৃহকর্তা। তখনও শিউরে উঠছেন তিনি ক্ষণে ক্ষণে।  

এদিকে জোড়াসাপের খবর শুনেই সাপের লড়াই দেখতে ছুটে আসেন এলাকার বহু মানুষ। গায়ে কাঁটা দেওয়া দৃশ্য দেখে স্তম্ভিত তারাও  (Viral News)। শীত যাই যাই হতে না হতেই বাড়ছে রোদের তাপ। আর তারই মধ্যে সম্ভবত শীতঘুম দিয়ে নড়েচড়ে বসছে এই দুই জাত সাপ। এমনটাই ধারণা সাপ দেখতে ছুটে আসা প্রতিবেশীদের একাংশের।

এমন একজোড়া সাপের লড়াই দেখে চোখে মুখে সকলের আতঙ্কের ছায়া। বাড়তে থাকে উদ্বেগ, 'আরও নেই তো?' এমনই ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুর  (Viral News) জেলার ঘাটাল থানার খড়ার এলাকায়। জানা যায় খড়ার এলাকার বাসিন্দা অরূপ পারিয়ালের বাড়িতে আজ সকালে একটি খরিশ ও গোখরো সাপের মধ্যে লড়াই লাগে। দীর্ঘক্ষন লড়াইয়ের পরে স্থানীয় মানুষদের চিৎকার-চেঁচামেচিতে বাড়ির একটি গর্তের মধ্যে প্রবেশ করে সাপগুলি। এরইমধ্যে খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা এসে দুটি বিশালাকার বিষধর সাপকেই উদ্ধার করে নিয়ে যায়। খবর দেওয়া হয় দাসপুর সুলতাননগর বিটকে। খবর পেয়ে দাসপুর সুলতাননগর বিটের বন দফতরের কর্মীরা সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদফতরের উদ্ধারকারী দলের সদস্য মলয় ঘোষ বলেন, সাপ দুটিকে শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। বনদফতর সাপদুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে কিছুটা স্বস্তিতে এলাকার মানুষ।