কালীঘাটের আনন্দময়ী মা সন্তানের জীবনে ফিরিয়ে নিয়ে আসেন সুখের ঠিকানা

আজবাংলা আনন্দময়ী মা সব সময়েই রক্ষা করেন সন্তানকে ৷ কোনও ভাবেই যাতে সন্তানের জীবনে না নেমে আসে বিপর্যয় ৷ কালীঘাটের মা সব সময়েই জীবনকে এক নতুন আনন্দধারাতে পরিণত করে তোলে ৷ কালীঘাটের মা অত্যন্ত দয়াময়ী তিনি কৃপাসিন্ধু ৷ সন্তানকে সুস্থ রাখেন মা ৷
নানান ধরনের সমস্যা জীবনকে বারেবারে জর্জরিত করলেও মায়ের কৃপা এক নতুন সঙ্কেত বহন করে জীবনে ৷ কালীঘাটের মা, জীবনের সব থেকে বড় সঙ্কটে সন্তানকে রক্ষা করেন ৷ কালীঘাটের আনন্দময়ী মা অত্যন্ত সবারই রক্ষা করেন ৷ মা কালীর আশীর্বাদে ৷ জীবন অত্যন্ত সুন্দর হয় ৷ আনন্দময়ী মা শুধুই অমাবস্যায় নয় প্রতিটি মুহূর্তেই কালীঘাটের মা জীবনকে নতুন সুখের সন্ধান দেন ৷ মা কালী জীবনে শক্তি যোগায়, কালীঘাটের মন্দিরে জীবন সুন্দর করে তোলে ৷
কালীঘাটের মা এক অপার আনন্দের প্রতিমূর্তি ৷ মা সব সময়েই জীবনকে সুন্দর করে তোলে ৷ কালীঘাটের মা, এক পরিচিত মায়ের রূপ, করুণাময়ী, সন্তান বৎসল ৷ ঘরে ঘরে এমন মা বিরাজ করেন যিনি সন্তানকে সব সময় রক্ষা করেন ৷কালীঘাটের মহাময়ী মা, তিনি সব সময়েই রক্ষা করেন ৷ তাঁর সন্তানের দুঃখ কোনও ভাবেই তিনি বরদাস্ত করেন না ৷ মা তারা জীবনের প্রতিটি প্রান্তের আগলে রাখেন ৷ মায়ের আশীর্বাদেই কোনও বড়সড় বিপর্যয় জীবনে আসেনা ৷
মা চিরকালই সন্তানের সমস্যায় পাশে এসে দাঁড়ান ৷ মা সত্যিকারেই মমতাময়ী ৷ সঙ্কটের কালো মেঘ একমাচত্র মায়ের কৃপাতেই দূর হয় ৷ মা তারা জীবনের প্রতিটি প্রান্তের আগলে রাখেন ৷ কালীঘাটের করুণাময়ী জীবনের প্রতিটি ক্ষেত্রেই এক বড়সড় সাহস ও শক্তির যোগান দিয়ে থাকেন ৷ ভক্তদের রক্ষা করাই মায়ের একমাত্র কাজ ৷ তারা মা প্রতিটি মুহূর্তেই লড়ার শক্তি জোগান দেন ৷ মা তারা জীবনের প্রতিটি মুহূর্তেই আগলে রাখেন, রক্ষা করেন ৷