হাসপাতালে আগুন-আতঙ্ক, বাঁচতে দোতলা থেকে লাফ মহিলার!

হাসপাতালে আগুন-আতঙ্ক, বাঁচতে দোতলা থেকে লাফ মহিলার!

বিষ্ণুপুর  বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুরে। সেই আগুন থেকে বাঁচতে দোতলা থেকে লাফ দিলেন এক মহিলা। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।  স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিষ্ণুপুরের একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে।

গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগার খবর চাউর হতেই শুরু হয় হুড়োহুড়ি। আগুন থেকে বাঁচতে এক মহিলা দোতলার জানালা গলে বেরিয়ে আসেন বাইরে। কোনও মতে দাঁড়িয়ে ছিলেন কার্নিশে। কিন্তু পা ফসকে তিনি পড়ে যান। পড়েন রাস্তার থাকা একটি গাড়ির পাশ।

সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করেন পথচলতি মানুষরা। জানা গিয়েছে, হাসপাতালের রাঁধুনির কাজ করতেন উনি। তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে খবর।