যৌনতাভরা স্বপ্ন দেখছেন? জেনে নিন এর মানে কি

আজবাংলা কত স্বপ্নই তো আমরা দেখি ঘুমিয়ে ঘুমিয়ে। ঘুম ভাঙার পর কোনওটা মনে থাকে, কোনওটা থাকে না। তেমনি এক একটা স্বপ্নের মানে আমরা সহজেই বুঝতে পারি, আবার এক একটা সম্পূর্ণ উদ্ভট বলে মনে হয়। মুশকিল হয় যখন কোনও স্বপ্নের মধ্যে মিশে থাকে যৌনতা।অনেক সময়ই যৌনতা ভরা স্বপ্নের মধ্যে মিশে থাকে অবচেতন মনের অন্য কোনও ভাবনা। আসুন আজকের প্রতিবেদনে দেখে নেব এই বিশেষ বিশেষ যৌন স্বপ্নের আক্ষরিক লুকোনো অর্থ ঠিক কি।
অপরিচিত ব্যক্তির স্বপ্ন- এই স্বপ্নটা খুবই পরিচিত স্বপ্ন। অনেক মেয়েই জীবনের নানা সময়ে অপরিচিত কারও স্বপ্ন দেখেন। কিন্তু এই মানে কিন্তু এই নয় যে, বাস্তবে তেমন কেউ আপনার অপেক্ষায় আছেন! বরং নিজের ভিতরে লুকিয়ে রাখা কিছু দিক বাইরে বের করে আনার কথাই আপনাকে জানাতে চাইছে আপনার অবচেতন মন।
একজন সম্পূর্ণ অপরিচিতের সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড কাটানোর জন্য যে সাহস, বেপরোয়া মনোভাব আর আত্মবিশ্বাস প্রয়োজন, সেই সাহস আর বেপরোয়া মনটাই বাস্তব জীবনের প্রতি ক্ষেত্রে বের করে আনার ইঙ্গিতবাহী এই স্বপ্ন।
সেলেব্রিটির স্বপ্ন- এটাও খুব কমন স্বপ্ন। কোনও সেলেব্রিটিকে স্বপ্নে ঘনিষ্ঠ অবস্থায় দেখার অর্থ আপনি নিজের জীবনেও ওইরকম সাফল্য চাইছেন। তবে আপনার যদি তাঁকে এমনিতেও খুবই ভালো লেগে থাকে এবং দিনের অনেকটা সময় তাঁর সম্পর্কে চিন্তা করে কাটান, তা হলে স্বপ্নেও তিনি হানা দিতে পারেন বই কী।
প্রাক্তন প্রেমিকের স্বপ্ন- আপনার স্বপ্নে যদি প্রাক্তন প্রেমিক আসেন ও তাঁর সঙ্গে নিজেকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেন তা হলে তার অর্থ কিন্তু মোটেই অবচেতনে তাঁকে কামনা করা নয়। স্বপ্ন বিশ্লেষকদের মতে, প্রাক্তন প্রেমিকের স্বপ্ন দেখার মানে হল পুরোনো প্রেমের উত্তেজনা, আবেগকে আপনি মিস করছেন! নিজের বর্তমান সম্পর্কে সেই আবেগটা ফিরিয়ে আনার চেষ্টা করুন।
সহকর্মীর স্বপ্ন- স্বপ্নে দেখা সহকর্মী যদি আপনার সিনিয়র বা বস স্থানীয় কেউ হন, তা হলে আপনি অবচেতন হয়তো নিজেকে ওই পদমর্যাদায় দেখতে চান এবং সেই আকাঙ্ক্ষাটাই স্বপ্নের রূপে নিজেকে প্রকাশ করছে। আর যদি কোনও জুনিয়রকে দেখেন? সে ক্ষেত্রে ভেবে দেখুন আপনি ওই জুনিয়রের উপর কাজের দিক থেকে অনেকটা নির্ভরশীল কিনা! আপনার অবচেতন হয়তো আপনাকে স্বাবলম্বী হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে।